আজমিরীগঞ্জের জলসুখা দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির। ছাত্রীদের গয়ে অবাঞ্ছিতভাবে হাত দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষক শম্ভুনাথ দেবকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক ছাত্রীর অভিভাবক তার বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে গত বুধবার রাতে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে তাকে পুলিশের পোশাক পড়িয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আটকের মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক শম্ভুনাথ দেবকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এলাকাবাসী জানান, শম্ভুনাথ দেব নানা অজুহাতে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। অভিযোগ জানালে কয়েকজন অভিভাবক গত বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে তার উপর চড়াও হন।
শিক্ষক বাড়ি চলে গেলে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। শিক্ষক থানায় খবর দিলে উত্তেজনা আরও বাড়ে। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের পোশাক পরিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা জেলা কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেছি। তবে মামলা বা আটক সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো পাইনি। কাগজ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।