চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বরমা ইউনিয়নের ধামাইরহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, জনগন পরিবর্তন চায়, জনগনের আকাঙ্ক্ষা পূরণে পরিবর্তন ও সংস্কারের সকল রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রয়েছে।
গণ সংযোগকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনুছ বাবুল, শহীদ খাঁন, সাবেক যুগ্ম-আহবায়ক শামসুল আলম, এখলাছ মেম্বার, মোহাম্মদ কামালউদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, মোঃ ফারুক মিয়া, লোকমান হাকিম, ডাক্তার মোজাম্মেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।