শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
পোরশা নিতপুর সীমান্তে মালিকবিহীন দুই মহিষ আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:২২ PM

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ২টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বালাশহীদ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

আটককৃত ভারতীয় মহিষ ২টি শুক্রবার পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান চলছে যা অব্যাহত  থাকবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত