কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নিকলী উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা দেলাওয়ার হোসাইন কাসেমী নিকলীতে পথসভায় বলেন, ইসলামী মূল্যবোধের মাধ্যমে দেশকে পরিচালিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, গত সরকারের আমলে দূর্নীতি দুঃশাসন সন্ত্রাসে দেশ পরিচালিত হয়।
তিনি আরও বলেন, দূর্নীতি দুঃশাসন সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চরমোনাই পীরের একমাত্র লক্ষ্য ছিল এবং এখনও আছে। জনগণের উদ্দেশ্যে বলেন, হাত পাখা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করলে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে।
এর আগে আজ শুক্রবার সকাল ১১টায় ডাকবাংলা হতে হোন্ডা শোভাযাত্রা করে নিকলী বিভিন্ন ইউনিয়নে এ শোভাযাত্রাটি শেষ হয় জুমা নামাজের পূর্বে।
এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সেলিম হায়দার, নিকলীর উপজেলা সভাপতি মাওলানা উছমান গণি, সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।