কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে হোসেনপুর উপজেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের বেহাল দশা। পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ-নান্দাইল উপজেলার যাত্রী ও ব্যবসায়ীরা ঢাকা যাতায়াতের জন্য এ সড়কটি ব্যবহার করে থাকেন। এছাড়াও প্রতিদিন হোসেনপুর উপজেলার শতশত যাত্রী ঢাকা চলাচলের জন্য এ সড়কটি ব্যবহার করে থাকেন।
নান্দাইল থেকে প্রতিদিন জলসিঁড়ি ও বন্যা পরিবহনের শতাধিক বাস এ সড়ক দিয়ে কাপাসিয়া হয়ে ঢাকা যাওয়া-আসা করে। তাছাড়াও এ সড়ক দিয়ে প্রতিদিন অটোরিকশা, টমটমসহ সহস্রাধিক মাঝারি ও ছোট যান চলাচল করে।
হোসেনপুর থেকে পাকুন্দিয়া প্রায় সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি হোসেনপুর থানার সীমানাধীনের কাওনা ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা ও কাওনা ব্রিজ টি নতুন করে করা হলেও পাকুন্দিয়া উপজেলাধীনের সদর ঈদগাহ মাঠ সংলগ্ন থেকে কাওনা ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন বেহাল দশা।
পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় এক প্রকার ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রী সাধারণকে। প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বিশেষ করে পাকুন্দিয়া পৌরসদর থেকে জাঙ্গালীয়া বাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। সড়কটির এ সাড়ে চার কিলোমিটার এর বিটুমিন কার্পেটিংয়ের ইট সুড়কি বের হয়ে খানাখন্দ এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতায় দুর্ভোগ দ্বিগুণ হয়ে যায়।
জলসিঁড়ি পরিবহনের চালক মোঃ কাইয়ুম মিয়া জানান, এ সড়কটি খারাপ থাকায় একদিকে যেমন বাড়তি সময় লাগছে, অপরদিকে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত গাড়ি চালাতে হচ্ছে।
অটোরিকশা চালক লিমন মিয়া বলেন, পেটের দায়ে গাড়ি চালাই। পুরো রাস্তা খানাখন্দ ও অসংখ্য গর্ত থাকায় গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় ব্যালেন্স রাখতে না পারায় ঘটছে ছোটখাট দুর্ঘটনা।
পাকুন্দিয়া-হোসেনপুর সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে থাকেন মামুন মিয়া। তিনি বলেন, কর্মব্যস্ততার জন্য প্রায় প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তিনি দ্রুত এ সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে স্হানীয় সরকার প্রকোশলী অধিদপ্তরের পাকুন্দিয়া উপজেলা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার বলেন, সড়কটির এস্টিমেট করে জমা দেওয়া হয়েছে খুব শীগ্রই টেন্ডার আহ্বান করে সংস্কার করা হবে।