খুলনায় বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মোখতার আহমেদ। তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ছিলেন। তার আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ১৯৮৫ সালে লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮৭ সালে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও থেকে এইচএসসি, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম, ১৯৯৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম, ২০০০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ, ২০০১ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
নবাগত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল ও জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালে নিয়োজিত ছিলেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কুমিল্লার মেঘনায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হাইমচর, তাহিরপুর ও ধনবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন।
এছাড়া তিনি উপপরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, উপপ্রকল্প পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়, পরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, উপ ভূমি সংস্কার কমিশনার, ভূমি সংস্কার বোর্ড, উপসচিব ও যুগ্মসচিব হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন।
তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক। তার সহধর্মিনী নুসরাত জাহান প্রকিউরমেন্ট কনসালটেশনে বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টে চাকরিতে নিয়োজিত।