বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীর্ষের প্রার্থী ডা.এজেডএম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুরের ঘোড়াঘাটে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত শত শত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামুল্যে রোগীদের মাঝে ঔষধ বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।