শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
শিবচরে বিএনপির মতবিনিময় সভা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:০৩ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারের লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাঁচ্চর গোলচত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপি সদস্য কামাল জামান মোল্লা।

এসময় বক্তারা বলেন, শিবচরে বিএনপির একমাত্র জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন কামাল জামান মোল্লা। শিবচরের মানুষ কখনোই তার মনোনয়ন স্থগিত মেনে নেবে না। তাই অতি দ্রুত স্থগিত আদেশ প্রত্যাহার করে গণমানুষের নেতা কামাল জামান মোল্লাকে মনোনীত করা হোক এটাই সকলের দাবি। কারণ আমরা ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুর-১ (শিবচর) এ কামাল জামান মোল্লাকে চাই।

এসময় শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির সদস্য মাহবুব রহমান মাদবর।

এছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত