শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
ভোলায় ছাত্রজনতার তোপের মুখে সরকারের তিন উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, ভোলা
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:১৯ PM

ভোলা-বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য—এই তিন উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রজনতা। 

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘিরে ধরে এ বিক্ষোভ করা হয়।

এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে সভা করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিদুর রহমান খান প্রমুখ। 

সভায় ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টার বক্তব্য তাদের কাছে প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে তারা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। 

একপর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে তিন উপদেষ্টার পথ আটকে ঘিরে ধরেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত