মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
বিএনপি ১৭ বছর জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করেছে: পিনাক চৌধুরী
রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:০৯ PM

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, “২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতেই হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু বিএনপি গত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। এখন জনগণ তাদের পছন্দের প্রার্থীকে দেখে–শুনে ভোট দেওয়ার সুযোগ ফিরে পেয়েছে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় বিরল উপজেলার বেতুড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে  নির্বাচনী গণসংযোগ ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

পিনাক চৌধুরী জোর দিয়ে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—এটি দেশের প্রতিটি মানুষের অধিকাররক্ষার ঘোষণা। ছাত্রছাত্রী, নারী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সমাজের সব শ্রেণির ন্যায্য দাবির নিশ্চয়তা এই কর্মসূচিতে উল্লেখ আছে।”

দিনাজপুর-২ আসনের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এই আসনকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করা হবে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর স্থান এখানে হবে না। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা গড়াই আমার অঙ্গীকার।”

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আপনাদের সমর্থন প্রয়োজন। আমাকে একবার ধানের শীষে ভোট দিন—জাতীয় সংসদে গিয়ে আপনাদের অধিকার ও সমস্যার কথা যেন আরও জোরালোভাবে বলতে পারি।”

সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক ইউপি সদস্য দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বেতুড়া গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ ভোটার এ নির্বাচনী গণসংযোগ ও জনসমাবেশে অংশ নেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত