জনগণের কাছে বিশুদ্ধ পণ্য পৌছাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে খুলনা বিভাগীয় কমিশনার
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৫২ PM
খুলনা ব্যুরো
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, আমরা যে পরিবেশে বসবাস করছি চারিদিকে শুধু বিষ আর বিষ। আমরা যা খাচ্ছি সব পণ্যের মধ্যে কীটনাশক প্রয়োগের মাত্রা এতবেশি আমরা বিশুদ্ধ খাবার পাচ্ছি না। জনগনের কাছে বিশুদ্ধ খাবার পৌছানোর জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে খামরীদের উৎপাদিত পণ্য প্রকৃত ক্রেতার কাছে পৌছাতে নানা প্রকার উদ্যোগ গ্রহণ করছে সরকার। তিনি খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০১৫ এর সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সকাল ১১ টায় নগরীর জোড়াগেটস্থ সি এন্ড বি কলোনী মাঠে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার। স্বাগত বক্তা ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ এ বি এম জাকির হোসেন, আইএলএসটির অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রহিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। বক্তৃতা করেন পোল্ট্রি শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন ও তোফায়েল হোসেন তুসার। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মেলায় মোট ৪০ টি স্টল প্রদর্শিত হয়েছে।