এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দোয়া মাহফিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার রাতে পৌর এলাকার পাটমহল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানেরে উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
গত রোববার থেকে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন জনিত সমস্যায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।
এশার নামাজের শেষে জন্মেজয় রমিজাতুল জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান ইমন মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সেলিম আহাম্মদ, মোশারফ হোসেন, আব্দুছ কুদ্দুছ দুলাল, শ্রমিকদল নেতা পারভেজ আহাম্মেদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল বাপ্পী প্রমুখ ।