মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: পাপ্পা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৪২ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, বাঁশখালী ছিল বিএনপির ঘাঁটি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এই আসনে প্রতিবারই বিএনপি বিপুল ভোটে জয় লাভ করেছে। তাই আগামী নির্বাচনে বাঁশখালী বিএনপির ঘাঁটি পুনরুদ্ধার ও জনগণের উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

বৃহস্পতিবার বাঁশখালী উপজেলার মাছরাঙা কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, বাঁশখালীতে ধানের শীষকে বিজয় করতে কোন বিভাজন চাই না। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ হোক দল-মত নির্বিশেষে বাঁশখালীর সকলের ঐক্যের প্রতীক। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অতীতের মতো বাঁশখালীতে ধানের শীষকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা ধানের শীষ হলো উন্নয়ন, গণতন্ত্র ও ঐক্যের প্রতীক।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা আকতার হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ মহসিন চেয়ারম্যান, অ্যাডভোকেট শওকত ওসমান, মারুফুল হক চৌধুরী।

প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, রেজাউল আজিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সুলতানুল আজিম চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল কাদের মেহেদী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন মিজান, পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক এসএম আব্দুর রশিদ, চাম্বল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাকারিয়া, শিলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুছ, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদুল আলম রানা, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, বিএনপি নেতা কামরুল ইসলাম, হামিদ সিকদার, নজরুল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ হোছাইন, যুবদল নেতা জুনাইদ সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা আইমন প্রমুখ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত