মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক: দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:০২ PM

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতোপূর্বেও সকল সংকটে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোন সংকটে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন। বেগম খালেদা জিয়া এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

দুলু নাটোরে মানুষের কাছে অনুরোধ করে বলেন, দেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা বড় দরকার। ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত  জরুরি। দুলু বলেন, এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বেগম জিয়া বারবার তার জীবন শংকার মধ্যে ফেলতেও কুণ্ঠাবোধ করেনি। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবনকে বিলিয়ে দিয়েছেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি নাটোরের সকল মানুষের কাছে প্রার্থনা করছি, তারা যেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন। 

আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ আরও অনেকে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত