আগামী বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র মেরামত প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি প্রচার ও তারুণ্যের “প্রথম ভোট ধানের শীষের পক্ষে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন।
প্রধান অতিথি হাসান মামুন বলেন, “পটুয়াখালী-৩ আসনে বিগত ৪৬ বছরের আন্দোলন-সংগ্রামের পরও আমরা কাঙ্ক্ষিত বিজয় পাইনি। ভোটাধিকার কেড়ে নেওয়ার ১৭ বছরের পর ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কোনো ভাড়াটে প্রার্থীকে এ আসনের জনগণ মেনে নেবে না।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা আপনাদের নিরাপত্তা দেবো, ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে থাকবো। মুসলিম ও সনাতন উভয় সম্প্রদায়ের সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন পানপট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আ. হালিম চৌকিদার ডলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, এডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, মো. মাসুদ রানা প্যাদা, মো. শহিদুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক প্রভাষক ফজলুর রহমান, প্রবাসীকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান শিপুল, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. আলী জিন্নাহ,সাধারণ সম্পাদক ফজলুল হক শাকিল প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।