মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ PM

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল।রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের নিউ মার্কেট সংলগ্ন নোঙ্গর একাডেমির হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল। 
 
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব মো. শাহিন ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, শহর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ এবং সাতক্ষীরা দিবানৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশি ও ইমদাদুল হক বাবু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদল নেতা নাফিজ আহমেদ, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ড যুবদল নেতা ফিরোজ হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাদিম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আসলাম হোসেন ও ৩নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবির হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল ইসলাম। এসময়  বিএনপি চেয়ারপার্সনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত