মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ PM আপডেট: ০১.১২.২০২৫ ১:৪১ PM

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পূবাইলের মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, কে বা কারা নিরাপত্তা কর্মীকে একটি মাফলার দিয়ে হাত-পা বাঁধে স্কচটেপে নাক-মুখ আটকে হত্যার পর ঘটনাস্থলে তার মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছি। টাওয়ার থেকে তার চুরি হওয়ার তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা সুস্পষ্ট কারণ জানা যায়নি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত