সর্বসাধারণ, সম্মানিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠানের সকল পূর্বনির্ধারিত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
এই স্থগিতাদেশের ফলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী, সংগঠক এবং বিভিন্ন অংশীজনের যে কোনো অসুবিধার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান আয়োজনের নতুন তারিখ ও সময় যথাসময়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে।