মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ব্যাপক আস্থা: আইআরআই জরিপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ AM আপডেট: ০২.১২.২০২৫ ১০:২১ AM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সাম্প্রতিক এক দেশব্যাপী জরিপে দেখা গেছে, বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি উল্লেখযোগ্য আস্থা প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ ব্যক্তি মনে করেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। পাশাপাশি ৭০ শতাংশ নাগরিক জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্ট।

আইআরআই’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, জরিপ থেকে স্পষ্ট—ড. ইউনূসের নেতৃত্বে মানুষ দেশের অগ্রগতির সম্ভাবনা দেখছে। তার মতে, জনগণের এই আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশাকে প্রতিফলিত করে।

এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উচ্ছ্বাসও উল্লেখযোগ্য। জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ ভোটার ভোট দিতে ‘খুবই আগ্রহী’, আর ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’। একইসঙ্গে জরিপে অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহান্না কাও আরও বলেন, এসব ইতিবাচক মনোভাব প্রমাণ করে যে চলমান সংস্কার বজায় রাখা এবং নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত জরুরি। আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য।

সংস্থাটি আসন্ন নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতেও কাজ করছে।


আরও সংবাদ   বিষয়:  ড. ইউনূস   আইআরআই   অন্তর্বর্তী সরকার   জনগণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত