খাগড়াছড়িতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ডিজিটাল মিডিয়া বিষয়ক সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ২৯ শে নভেম্বর শুরু হয়ে ১ লা ডিসেম্বর সোমবার শেষ হয়ছে এ কর্মশালা।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্রাচার্য্য।পিআইবির আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৩৫ জন গনমাধ্যম কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন ছাত্র প্রতিনিধি অংশ নেন।এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতায় নতুন নতুন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ,ডিজিটাল সাংবাদিকতার নৈতিকতা ,এ আই ,ফ্যাক্ট চেকিংসহ সাংবাদিকতায় সম্পর্কিত বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষণ ও অনুশীলন করা হয়।অনুষ্ঠানে
পিআইবি'র প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুনসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।