মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
টঙ্গীতে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ AM আপডেট: ০২.১২.২০২৫ ১১:৩৩ AM

টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে মঙ্গলবার সকালে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। মঙ্গলবার সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি এ মোনাজাতে অংশ নেন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। এ কদিন তুরাগ তীরে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করছিল। মঙ্গলবার সকালে দোয়ার সময় ইজতেমার মাঠজুড়ে কান্নার রোল পড়ে যায়। এ দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। 

হাবিবুল্লাহ রায়হান আরো জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

হাবিবুল্লাহ রায়হান আরো জানান, এবার জোড় ইজতেমায় মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত