মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ AM

বদলিজনিত কারণে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও তৌহিদুর রহমান বলেন, গত ১ বছর ২ মাসে আমি যে সময়টুকু পেয়েছি তার মধ্যে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, রাস্তা সংস্কার, বিভিন্ন মোড়ে ডাস্টবিন স্থাপন, গ্রাম পুলিশদের বকেয়া বেতন পরিশোধ, স্পিডবোট সংস্কার, শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করেছি। অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেছি।

ইসলামপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাংবাদিক ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, আব্দুস সামাদ,আব্দুল্লাহ আল লোমান, এম কে দোলন বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

সাংবাদিক নেতৃবৃন্দ ইউএনও’র কর্মদক্ষতা, আন্তরিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত