
আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস-২০২৫ উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় বর্ণাঢ্য র্যালি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণে এক বর্ণিল র্যালি ডামুড্যা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরতে নানা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।
র্যালি শেষে ডামুড্যা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। সেখানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিকে উপেক্ষা করা সম্ভব নয়। গ্রাম-শহর নির্বিশেষে সবাইকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও তারা প্রযুক্তি শিক্ষার প্রসারে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করবেন।
আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস উপলক্ষে আগামী দিনগুলোতে প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।