মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
সুনামগঞ্জ-১ আসনে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চাইলেন আনিসুল হক
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬ PM

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে চারটায় মহিষখলা বাজার চৌরাস্তায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মধ্যনগর উপজেলার স্থানীয় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় মধ্যনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুর নেতৃত্বে প্রায় ২ শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে ধানের শীষের পক্ষে সুভাযাত্রা মিছিল নিয়ে মহিষখলা বাজারে ঐ বিশাল দোয়া ও মোনাজাতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের নিষ্ঠুর আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণেই আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনবারের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর প্রতি এমন আচরণ কোনও সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা নিয়ে সরকারের অমানবিক অবস্থান নিয়েছিল, জাতিকে ব্যথিত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, দেশ ও জাতির কাছে শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত