মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
কিছু অপরাধীর কারণে সংকটে ইউএইতে বাংলাদেশি শ্রমবাজার
নওশের আলম সুমন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ PM

সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের প্রধান গন্তব্য। নির্মাণ, পরিবহন, রেস্টুরেন্ট ও সার্ভিস সেক্টরে তাদের অবদান উল্লেখযোগ্য। তবে সাম্প্রতিক কিছু অপরাধমূলক কর্মকাণ্ড এই সম্ভাবনাময় শ্রমবাজারকে সংকটে ফেলেছে। 
অল্পসংখ্যক বাংলাদেশির চুরি, ছিনতাই, মারামারি, রাহাজানি, ভিসা জালিয়াতি ও দলগত সংঘর্ষে জড়ানো পুরো কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। বিদেশি নাগরিকদের যে কোনো আইনভঙ্গকে ইউএই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে ফলে বাংলাদেশিদের ওপর নজরদারি আরও কঠোর হয়েছে।

সংকট গভীর হয় ২০২৪ সালে, যখন কিছু বাংলাদেশি শ্রমিক রাজনৈতিক বিক্ষোভে অংশ নেন। ইউএইউ তে অনুমতি ছাড়া পাঁচজনের বেশি মানুষের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ওই ঘটনায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়; তিনজনকে আজীবন ও ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে আমিরাতের প্রেসিডেন্ট মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করেন। যদিও ডিপোর্টেশন প্রক্রিয়ার কারণে তারা ভবিষ্যতে বৈধভাবে ইউএই তে ফিরতে পারবেন না।

অপরাধের পাশাপাশি দালাল ও ভিসা-কারবারি সিন্ডিকেটের প্রতারণায় বহু শ্রমিক অবৈধ অবস্থায় পড়ে যাচ্ছে, যা তাদের হতাশা ও অপরাধে জড়ানোর ঝুঁকি বাড়ায়। ২০১২ সাল থেকে বাংলাদেশিদের সরাসরি শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। সনদ জালিয়াতি ও অনিয়মের কারণে স্কিল্ড ভিসাও কঠোরভাবে নিয়ন্ত্রিত, ফলে বৈধভাবে চাকরি পরিবর্তনের সুযোগও সীমিত।

বর্তমানে ইউএই তে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কাজ করছেন, যারা বছরে উল্লেখযোগ্য রেমিট্যান্স পাঠান। কিন্তু কঠোর নজরদারি, ভিসা জটিলতা ও নিয়োগকর্তাদের অনাগ্রহ পুরো শ্রমবাজারকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, অপরাধীচক্র দমন, দালাল নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ জরুরি।

অল্প কয়েকজনের বেপরোয়া আচরণ যেন লক্ষাধিক পরিশ্রমী বাংলাদেশির জীবিকা ও দেশের রেমিট্যান্স খাতকে বিপদে না ফেলে এখনই প্রয়োজন সমন্বিত ও কার্যকর পদক্ষেপ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত