রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্য সম্পাদক
কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ AM আপডেট: ২২.১১.২০২৫ ১১:২০ AM

ভয়াবহ ভূমিকম্পে দেয়াল ধ্বসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম নিহত এবং সহপাঠী নুসরাত আক্তার গুরুতর আহত হওয়ার ঘটনায় তাদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

শুক্রবার তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। নুসরাত মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এসময় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন ডা. রফিকূল ইসলাম।

এদিকে একই ভূমিকম্পে সিঁড়ি দিয়ে নামার সময় ডান পায়ে আঘাতপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সেখানেও তাকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য সম্পাদক। তিনি হামীম ও তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারন সম্পাদক ডা. বাদশা, ডাঃ রায়হান, ডা. পিয়াস, ডাঃ মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।


আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   বিএনপি   স্বাস্থ্য সম্পাদক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত