মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ PM

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে তিন লাখ ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। 

মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার বিকেলে বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৬৮/১৩-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭টি ভারতীয় শাড়ি উদ্ধার করে। যার সিজারমূল্য তিন লাখ ২৪ হাজার টাকা। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৭টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত