মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
গণভোট ও নির্বাচন একদিনে হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে: এটিএম আজহারুল
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ PM

বাংলাদেশ জামায়ত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে। তাই সরকারের প্রতি অনুরোধ গণভোট জাতীয়  নির্বাচনের আগে দিতে হবে। 

তিনি বলেন, জাতীয়  নির্বাচন একইদিনে হলে যদি কোন সমস্যা তৈরি হয়  সে দায়  সরকারকে বহন করতে হবে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়েত ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারী আঃ কাদের মোল্যার কবর জিয়ারত শেষে তার বাড়ির উঠানে গণসমাবেশ হয়। 

ফরিদপুর জেলা আমীর বদরুদ্দীন উমরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, আমরা আর প্রহসনের নির্বাচন এদেশে হতে দিবনা। কেউ যদি ব্যালট পেপার ছিনতাই করার চেস্টা করে তবে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে কোন উন্নতি হয়নি৷ এ দেশের সম্পদের অভাব নেই, অভাব রয়েছে সৎ রাজনৈতিক নেতার। বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে আল্লাহর আইনে দেশ চালাবে। ৪ দলীয় ঐক্যজোটের সরকারে আমাদের দলের ২জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নিতীর অভিযোগ কেউ দিতে পারে নাই। 

সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদন্ডপ্রাপ্ত  শহীদ আব্দুল কাদের মোল্যার বাড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, শহীদ আঃ কাদের মোল্যা আর আমি একসাথে জেলে ছিলাম। তিনি আমাকে সবসময় বলতেন আমি নির্দোষ হয়েও ইসলামের জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি।

গণ সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশে কোন অভাব নেই শুধু আছে সৎ নেতৃত্বের অভাব। আমাদের দেশে যদি অভাব থাকতো তাহলে লক্ষ কোটি হাজার কোটি টাকা কিভাবে পাচার হলো? লুট করা টাকা যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশ একটা সিঙ্গাপুর কেন, অনেকগুলি সিঙ্গাপুর করা যেত।  তিনি আরও বলেন, আমরা কাউকে মারবো না মারতে আসলে ছাড়ব না ।

গণসমাবেশে মরহুম আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান জামিল ও মরহুম আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহম্মদে আল তাহকীক এর বক্তব্যে তাদের শহীদ পিতাদের স্মৃতি চারণের সময় সমাবেশস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করার আহবান জানান। 

গণসমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়ত ইসলামী মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য মুহাম্মদ সামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মুহাম্মদ জাকির হুসাইন, মরহুম আব্দুল কাদের মোল্লার ভাই মাইনদ্দিন মোল্লা, কাদের মোল্যার পুত্র হাসান জামিল, সদরপুর জামায়েত আমির মোঃ দেলোয়ার হোসেন, নায়েবে আমির হাজী আবু বক্করসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত