কুমিল্লার মেঘনায় নদীপথে চাঁদাবাজি করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ। দুপুর ১২টা ৪৫ মিনিটে পাড়ারবন ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাড়ারবন গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২৩)।
অভিযানের সময় চাঁদাবাজিতে ব্যবহৃত একটি নৌকা, একটি রামদা ও দুইটি লোহার রড জব্দ করা হয়েছে।
চালিভাঙ্গা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদাবাজির সময় মোট চারজন চাঁদাবাজ কর্মকাণ্ডে জড়িত ছিল। আমরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি দুইজন দৌড়ে পালিয়ে যায়।
আটক রাকিব ও আজিজের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয় নদীপথে নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ তিনি জানায় ।