মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ ১৮ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৮ PM

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে দেখতে পান কবরের মাটি খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। আমরা দ্রুত তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও বিচার চাই।

এ বিষয়ে ধানকোড়া ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি মো. বুকল মিয়া বলেন, লোক মারফত কবরস্থানের কঙ্কহ চুরির ঘটনাটি জানতে পেরেছি। এরপর সকালে ওসি মহোদয়কে জানানো হয়েছে। 

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত