রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১০:৫১ PM

স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগারসহ (সিএমএসডি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর শীর্ষ বিভিন্ন পদে রদবদল আনা হয়েছে। 


মঙ্গলবার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত পরিচালক এবং ইনসিটু (আগের পদেই) উপপরিচালকের (অর্থ) দায়িত্বে থাকা ডা. ফরিদা ইয়াসমিনকে অর্থ শাখার পরিচালক করা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবিরকে সিএমএসডির উপপরিচালক (পিসি) করা হয়েছে।


কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) করা হয়েছে। কুমিল্লা ম্যাটসের ইনসিটু অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে এবং সিএমএসডির উপপরিচালকের (পিসি) দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনকে নাটোরের (পঙ্গু হাসপাতাল) যুগ্ম-পরিচালক করা হয়েছে। 


স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিচালক ও এমবিডিসির (লেপ্রোসি) উপপরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীনকে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি শাখার প্রোগ্রাম ম্যানেজার করা হয়েছে।


রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. ফারহানা হককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। ঝিনাইদহ ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে, তার স্থলে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মোমেনকে ম্যাটসের অধ্যক্ষ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ডা. শাহ গোলাম নবীকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ অ্যন্ড নিউট্রিশনের (আইপিএইচএন) পরিচালক করা হয়েছে।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত