ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগী হলেন। ৬২ হাজার ৩৩৫ জন। তাদের মধ্যে এখনো দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৪৯ জন চিকিৎসাধীন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু ২৮১ জনই রইলো। আর নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ছয়জন ঢাকায় ও অপর আটজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।
-বাবু/এ.এস