জীবিকার তাগিদে কুয়েতে আসার ৬ দিনের মাথায় মারা গেছেন জাইদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি তরুণ। গত বৃহস্পতিবার (১৭ই আগস্ট) স্ট্রোক করে মারা যান তিনি।
নতুন ভিসায় কুয়েতের একটি কোম্পানিতে এসেছিলেন জাইদুল। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরেরগাঁও গ্রামে।
নিহতের স্বজন জাবের হোসাইন জানান, অতিরিক্ত গরমের কারণে জাইদুল ইসলাম স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
অপরদিকে একই দিন কুয়েতের মরুভূমির ছেবদী রোডে কুমিল্লা জেলার রুবেল মিয়া নামের আরেক প্রবাসী একটি নিশান গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান। রুবেল মিয়ার মামা মোহাম্মদ বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আইনী প্রক্রিয়া শেষে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান নিহতদের স্বজনরা।
বাবু/এ.এস