রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
মল্লিকা জুয়েলার্সের চোরাইকৃত টাকা উদ্ধার, আসামী গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৩:৩১ PM
চট্টগ্রাম জেলাধীন ভুজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসিতেছেন। 

বর্ণিত মল্লিকা জুয়েলার্স কর্তৃক বিভিন্ন ক্রেতাদের নিকট হইতে ক্রয় করা ৪০০ গ্রাম (21/22 k) স্বর্ণালংকার বিক্রয়ের জন্য গত ০২/০১/২০২৪ইং তারিখ জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার বাসিন্দা বিবাদী সুমন ও তাহার ব্যবহৃত মোটর সাইকেল  যোগে ফেনী বড় বাজারে স্বর্ণপট্টিতে আসে। পরবর্তীতে ফেনী বড় বাজারে অবস্থিত ভাই-ভাই জুয়েলার্সে ৩০০ গ্রাম 22K স্বর্ণালংকার বিক্রয় করে, যাহার মূল্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকা)। 

অপর ১০০ গ্রাম 21k স্বর্ণালংকার একই স্থানে স্বর্ণালী জুয়েলার্সে ৭,০০,০০০/- (সাত লক্ষ টাকা) মূল্যে বিক্রি করে এবং পূর্বের বকেয়া ৩,০০,০০০/- টাকা'সহ সর্বমোট ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা গ্রহন করিয়া ০১টি বাজার ব্যাগে ভর্তি করে পুনরায় রওয়ানা হওয়ার প্রাক্কালে বাদীর ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ দেখে যে তাহার ব্যবহৃত মোবাইল ফোন দোকানে রেখে আসছে। তখন বাদীর ম্যানেজার বর্ণিত টাকা ভর্তি বাজারের ব্যাগ বিবাদী মোঃ সুমন এর নিকট প্রদান করিয়া মোবাইল নেওয়ার জন্য দোকানে আসে। এই সুযোগে বিবাদী সুমন নগদ ৩০,০০,০০০/-টাকা চুরি করিয়া মোটর সাইকেল যোগে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

সূত্রোক্ত মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ, ফেনী ঘটনা সমূহকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামীকে গ্রেফতার ও চোরাইকৃত নগদ অর্থ উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আসামীকে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক আসামী মোঃ সুমন (৩০), পিতা-মৃত আব্দুর সালাম, সাং-বৈদ্দপাড়া, ৮নং ওয়ার্ড, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রামকে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হইতে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে চোরাইকৃত নগদ ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকার মধ্যে ২৪,১০,০০০/-(চব্বিশ লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার এবং আসামীর ব্যবহৃত অন টেস্ট মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।











« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত