শিবালয়ে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উথলী কালী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথিন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান খান জানু।
এ সময় আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বাণ পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সুকুমার সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সমীর কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চ ল মুখার্জ্জী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিরঞ্জন সূত্রধর ও উলাইল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নকুল চন্দ্র শর্মা প্রমূখ।