রাঙামাটিতে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে উচাইলা মার্মা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার জরিমানা করেছে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আহসান তারেক এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, রাঙামাটির কাউখালি উপজেলার বাসিন্দা উচাইলা মারমা পরকীয়ায় জড়ায়। এর প্রতিবাদ করায় নিজ স্ত্রী নাই চাইউ মারমাকে ২০০১ সালের ২ জুলাই নিজ বাসায় গলা কেটে হত্যা করে। পরে নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন।
সাজাপ্রাপ্ত আসামি উচাইলা মারমা জামিনে বের হবার পর থেকে পলাতক আছে।