বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
বিরোধ কমাতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হচ্ছে: ভূমি উপদেষ্টা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:২৭ PM
ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি নিয়ে সমস্যা হওয়া ‘শতভাগ সত্য’ এবং দুর্নীতি দূর করতে মন্ত্রণালয় অটোমেটিক ভূমি সেবা সিস্টেম চালু করছে।

তিনি বলেন, সফটওয়্যার মানুষ পরিচালনা করে, তাই মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশে বিরোধের মূল উৎস ভূমি, এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হচ্ছে যাতে বিরোধ কমানো যায়।

ফেনীতে এ কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপ বুধবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আলোচনা করেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী,স্বাগত বক্তাঃ রাখেন সাইফুল ইসলাম, জেলা প্রশাসন ফেনী , কর্মশালায় ফেনীর প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও আইনজীবীরা অংশ নেন।

জানানো হয়, সারাদেশে ভূমি সেবা উন্নত ও সমন্বিতভাবে প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার (land.gov.bd) তৈরি করা হয়েছে। প্রোগ্রাম শেষে সফরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত