বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
ভাইরাল ভিডিওতে নিজেকে নাচতে দেখে যা বললেন মোদি (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১:১৪ PM আপডেট: ০৭.০৫.২০২৪ ২:০৭ PM
অনেকেই বিখ্যাত ব্যক্তিদের ছবি জুড়ে দিয়ে একটি মিম ভিডিও (ফানি ভিডিও) বানাচ্ছেন। যেখানে দেখা যায়, উৎফুল্ল ভঙ্গিতে নাচের ঢংয়ে এই গায়ক মঞ্চ মাতাচ্ছেন। এমনই নিজের একটি নাচের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রায় মাসখানেক ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সেই কনসার্টের ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মুখ বসিয়ে অনেকেই ভিডিও প্রচার করছেন। 

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওটি মূলত মার্কিন র‍্যাপ সঙ্গীত শিল্পী লিল ইয়াচটির মঞ্চে প্রবেশ করার। ২০২২ সালের ২১ জুন ইউটিউবে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়েছিল।

মোদির সেই ভিডিও: https://youtu.be/66M8TeNVkUg?si=JAdGeprXi6ez3sVG

এক্স হ্যন্ডেলে ভিডিওটি শেয়ার করে মোদি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের সকলের মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের ভরা মৌসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মোদির ভিডিওটি প্রথমে এথেয়িস্ট কৃষ্ণ নামের একটি এক্স হ্যন্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। আর এই ভিডিওটিই ফের শেয়ার করেছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী এমন এক সময় ভিডিওটি শেয়ার করেছেন যখন দেশটিতে লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত