পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ২৪ নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কমিটির ৩৬ নেতার মধ্যে ২৪ নেতাই পদত্যাগ করেন।
দলের জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে পদ নিয়ে বাণিজ্যের তথ্য সামনে আসায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। ওই কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান তাঁর নেতৃত্বে কমিটির ২৪ জন নেতা গত ১৩ জুন পদত্যাগপত্রে সই করেছেন।
ওই নেতাদের কয়েকজনের ভাষ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সরকারের নির্যাতন, হামলা-মামলার মুখেও দলীয় আদর্শ ছাড়েননি। তারা জানতে পেরেছেন, জেলা ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা নিয়মনীতি বিসর্জন দিয়ে কিছু লোককে নতুন পদে আনার পাঁয়তারা করছেন। যে কারণে ওইসব নেতার প্রতি অনাস্থা থেকে পদত্যাগ করছেন। তবে আমৃত্যু দলের সঙ্গে থাকার ঘোষণা দেন তারা।
আব্দুর রাজ্জাক হাওলাদার এ বিষয়ে বলেন, কিছু নেতা ত্যাগী নেতাকর্মীকে উপেক্ষা করছেন। তারা উপঢৌকনের বিনিময়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এর প্রতিবাদ হিসেবে দলীয় পদ ছাড়ছেন। যারা পদ নিয়ে বাণিজ্য করছেন তাদের সঙ্গে না থাকার ঘোষণা দেন তিনি।