মধ্যরাতে কমলাপুর স্টেশনের বড় পর্দায় ‘নীল ছবি’ প্রদর্শন

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে কমলাপুর স্টেশনের বড় পর্দায় ‘নীল ছবি’ প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২:৩০ PM (Visit: 226)

রাত আড়াইটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক অদ্ভুত এবং বিব্রতকর ঘটনা ঘটে। অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ নীল ছবির ভিডিও চালু হয়ে যায়, যা স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশপাশের ঘুমন্ত মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পরই রেল পুলিশের ঢাকা বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণ নিয়ে ওই ভিডিওটি চালানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা ইট ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

এ ঘটনা রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষ আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটল, তা খতিয়ে দেখতে রেল পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। এ বিষয়ে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থাও পুনর্মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy