বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯ জন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১:৪২ PM
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত  সাড়ে ১২ টার দিকে  মধুখালী বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব -১৫-০৬১৩) একটি ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দিলে গাড়ীতে থাকা ড্রাইভারসহ ১১ জন যাত্রী আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে অবগত করলে মধুখালী থানার অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এসময় আহতদের মধ্যে সুমন আলী( ৩৮ ),পিতা- বাবর আলী, গ্রাম-কান্ড পাশা, থানা -নলসিটি ,জেলা- ঝালকাঠি ও সিরাজ হাওলাদার (৬০), পিতা- মৃত ইয়াসিন হাওলাদার, গ্রাম- সারুখালি, জেলা- বরিশাল এরা দুজন চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন।

আহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (০৩), সোনালী (০৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫) এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)। বর্তমানে আহতদের কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে গাড়ি চালনা ও ট্রাফিক আইন না মানার কারণে উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় কবলিত বাস ও ইজিবাইক গাড়িটি মধুখালী থানাধীন করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। উক্ত সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর পোস্টমেডাম রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত