রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
দুর্গাপুরের মুক্তিযোদ্ধা আব্দুল হক রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৩:৪৬ PM
নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৭৪) কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকালে তাকে শেষবিদায় জানানো হয়। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে  বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ জনিত কারণে মৃত্যু হয় তার।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের বাড়ি দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামার খালী গ্রামে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

জানা গেছে, শুক্রবার ২১ জুন সকালে নিজ বাড়ি কামার খালী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ,বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী,আব্দুল জব্বার মাল,আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে খ্রিস্টীয় রীতি অনুসারে তাঁর স্ত্রীর সমাধিস্থলের পাশে তাকে সমাহিত করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত