রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ জুন) রাতে রংপুর পুলিশ সুপার এর নির্দেশে অফিসার ইনচার্জ মাসুমুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার মর্নেয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬জন আসামীকে গ্রেফতার করেন। অপরদিকে পুলিশ পরিদর্শক (অপারেসন্স) এর নেতৃত্বে আলমবিদিতর ও বড়বিল ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৫ জন আসামীকে গ্রেফতার করেন।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, গ্রেফতার পরোয়ানাভূক্ত ১১ জন আসামী গ্রেফতার করা হয়েছিল।গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।