রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
১৫ কেজি গাঁজাসহ তিন নারী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৭:২০ PM
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২১ জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়। বিকেলে পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটক নারীরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী জোবেদা বেগম (৫০), কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী বিথী আক্তার (২৬) ও কুমিল্লার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী মাহফুজা আক্তার (২৩)।

নৌ-পুলিশ জানায়, আটককৃতরা কুমিল্লা থেকে বাসযোগে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে আসে। তারা গাঁজাগুলো নিয়ে লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে যাবার কথা ছিল। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় লঞ্চঘাটে দায়িত্বরত নৌ-পুলিশের সদস্যরা তাদরকে আটক করে একজন নারীকে দিয়ে তল্লাশি চালায়। এসয় তাদের তিন জনের দেহে বাঁধা অবস্থা থেকে ৫ কেজির তিন প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়৷

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্র চৌধুরী জানান, আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি নিজে বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত