প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডবেই মূলত বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা ভারতের জয়ের পথ সুগম করে। মাঝে রিশাদের ব্যাটে ক্যামিও ইনিংসের পরেও জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না। শেষমেশ ভারতের দেয়া ১৯৭ রানের টার্গেটে ১৪৬ রানেই থামতে হয় টাইগারদের, সেই সাথে শেষ হয় টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন।
ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। ভারতের করা ১৯৬ রানের বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা মিলে তুলতে পেরেছেন ১৪৬ রান।
এমন হারের পর সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে বাংলাদেশের স্বপ্নটা টিকে আছে অনেক যদি/কিন্তু আর গাণিতিক মারপ্যাঁচের ওপর ভিত্তি করে। সেটাও অনেক দূরের পথ। ভারত ম্যাচে হারের চেয়েও বেশি নজরে পড়বে বাংলাদেশের দৃষ্টিকটু ব্যাটিং, অধিনায়ক শান্তর পরিকল্পনার অভাব এবং নিজেদের অগোছালো বোলিংয়ের দিকে। দেশে টিভিসেটের সামনে বসে থাকা কোটি সমর্থকদের প্রাপ্তি তাই নেহাতই হতাশা।
ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানে লিটনকে হারায় বাংলাদেশ। এর আগে লিটন ১০ বলে ১৩ রান করেন। দলীয় ৬৬ রানে তামিম এলবির শিকার হন কুলদ্বীপের বলে। ৩১ বলে ২৯ রান করেন তামিম।
ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নাজমুল শান্ত। তিনি ৩২ বলে ৩ ছক্কা ও ১ চারে ৪০ রান করেন। দলীয় ১০৯ রানে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেন শান্ত। সাকিব ১১, মাহমুদউল্লাহ ১৩ ও জাকের আলী করেন ১ রান।
এর আগে অ্যান্টিগার স্যার ভিড রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই চার-ছক্কাকে হাঁকাতে শুরু করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তার সঙ্গে দ্রুত গতিতে রান তোলায় ছিলেন কোহলিও।
মারকুটে শুরু করা রোহিতকে বেশিক্ষণ যেতে দেননি সাকিব আল হাসান। চতুর্থ ওভারে ভারতীয় অধিনায়ককে জাকির আলির হাতের ক্যাচ বানান সাকিব। ১১ বলে ২৩ রান করে ফেরত যান রোহিত
চলতি বিশ্বকাপে অফফর্মে থাকা কোহলি আজ বাংলাদেশের বিপক্ষে যেন জ্বলে উঠেছিলেন। মারকুটে খেলে ২৮ বলে ৩৭ রান তুলে ফেলেন তিনি। তবে এখানেই তাকে সীমাবন্ধ করে দেন বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব।
নবম ওভারের প্রথম বলে তানজিম সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি হাঁকাতে যান কোহলি। তবে বল ব্যাটে স্পর্শ না করে স্টাম্প ভেঙে দেয়। ওই ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদবকে ফেরান তানজিম সাকিব। ডানহাতি এই ব্যাটারকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তিনি।
১২তম ওভারে রিশাদ হোসেনের দ্বিতীয় বলে ছক্কা ও তৃতীয় বলে চার হাঁকিয়েছেন রিশাভ পান্ত। তবে পরের বলে তাকে খুঁজতে হলো প্যাভিলিয়নের পথ। রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ২৪ বলে ৩৬ রান করে ফেরত যেতে হলো পান্তকে।
রিশাদের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ৩৪ রান করেন শিবম দুবে। শেষ দিকে মারকুটে ব্যাটিং করে ফিফটি করেন হার্দিক পান্ডিয়া।
২৭ বলে ৫০ রানে (৪ বাউন্ডারি ৩ ছক্কায়) অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৫ বলে ৩ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল।