মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
গৌরনদীতে প্রিজাইডিং ও দুই সহকারী প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১:২৩ PM আপডেট: ২৬.০৬.২০২৪ ১:৪৪ PM
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দুই-একটি বিক্ষিপ্ত বিছিন্ন ঘটনা ছাড়াই ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোঃ সাইদুর রহমান ও সহকারী প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্ধী প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজেই নিদৃষ্ট প্রতীকে ভোট দেয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করেছে।

বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী জানান, ভোটের আগের দিন রাতে প্রতিদ্বন্ধী এক প্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্থুতি চলছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী কিছু লোকজন নিয়ে কেন্দ্রে আসে এবং আমাকে টাকার একটি প্যাকেট দেয় কিন্তু আমি তা গ্রহন করিনি। 

পরক্ষনে ওই প্যাকেটটি সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা  সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রেখে দেন। অভিযোগের ব্যপারে জানতে চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন বলেন, আমরা কোন টাকা নেইনি প্রিজাইডিং অফিসার নিয়েছেন।

অপর দিকে টরকী ভিকোটারিয়া মাদ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪নং বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম নিজেই নিদৃষ্ট প্রতীকে ভোট দিলে হাতেহাতে তাকে ধরে ফেলেন বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী। এ সময় তাকে প্রত্যাহার করা হয়।

গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, পৌরসভার মেয়র  মো. হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। মেয়র পদত্যাগ করায় কারণে মেয়র পদটি শুন্য হয়। 

বাবু/এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত