মাদারীপুরের কালকিনি উপজেলায় স্থানীয় দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সালাম সরদার (৪৫)কে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী সালাম সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি শিকারমঙ্গল ইউনিয়নের ভবানিপুর গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত রহমালী সরদার এর ছেলে।
আহতের পরিবার সূত্রে জানাযায়, ‘মৃধাকান্দি এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কিছুদিন আগে সেনাবাহিনী মৃধাকান্দি এলাকায় অভিযান চালিয়ে হাত বোমা সহ একজনকে গ্রেফতার করে। সেই গ্রেফতারের পর ব্যবসায়ী সালাম সরদার স্থানীয় লোকজনদের সাবধান করে বলেন যেন এলাকায় কেউ বোমাবাজি না করে এবং এসব খারাপ কাজ থেকে সকলে বিরত থাকে।
এই কথার জের ধরে বুধবার বিকালে ছেলের শশুর বাড়ির থেকে বাড়ি নিজ বাড়ি আসার পথে মৃধাকান্দি এলাকায় আসলে ধারালো অস্ত্র নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধার নেতৃত্বে রফিক হাওলাদার, মাসুদ হাওলাদার, মতু হাওলাদার, রুবেল খাঁ,আব্বাস খাঁসহ ১০-১৫ জন হামলা চালায়।
এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে এক নসিমন চালক তাকে দেখে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করে।
কালকিনি থানার ওসি মো. হুমায়ুন বলেন, ‘তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।