বেনাপোল আমড়াখালী এলাকা থেকে ১৯টি সোনার বার সহ মাহফুজ মোল্ল্যা (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি।
মঙ্গলবার সকাল ১১ টার সময় আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকায় বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মাহফুজ মোল্ল্যাকে আটক করা হয়। তার কোমরে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
সে নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।
বিজিবি জানায়, আটক ৪.৫৫৭ কেজি ২৪ ক্যারেট স্বর্ণের মূল্য ৪ কোটি ৬১ লক্ষ ৬২ হাজার টাকা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ন,মাদক,ডলার,রুপি,হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের উদ্দেশ্যে নিয়মিত গাড়ি তল্লাশীর অংশ হিসাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোলগামী একটি বাসে অভিযান চালিয়ে মাহফুজ মোল্ল্যার কোমরে কালো কাপড়ে বিশেষ কায়দায় বাঁধা ১৯টি স্বর্ণের বার জব্দ করে।
আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।