নিষিদ্ধ সংগঠনের বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল সহ নাশকতা মামলায় দুই ও রাজনৈতিক মামলায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬০), বৃকঞ্চি গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে মজনুর রহমান (৪৫) ও নন্দীগ্রাম কলেজপাড়ার খোকন আলীর ছেলে আশরাফুল ইসলাম পায়েল (২২)।
লুৎফর রহমান ও মজনুর রহমান উপজেলা আওয়ামী লীগ নেতা। এবং আশরাফুল ইসলাম পায়েল উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম জানান, নাশকতা ও রাজনৈতিক মামলায় ৩জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কুুদারহাট হাইওয়ে থানা পুলিশের অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার ২৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ইসবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার সিংড়া উপজেলার কুমগ্রাম এলাকার উত্তম প্রামাণিক (৩১), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ধর্মপুর এলাকার রিপন সরকার (২৮) ও ঘামলা পূর্ব এলাকার জাহাঙ্গীর আলম আপেল (৩০)।
উল্লেখ্য, বগুড়া-নাটোর মহাসড়কের নাটোরগামী একটি সিএনজি (রেজিষ্ট্রেশন নম্বর-থ-১১-৫৫১৬) যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পাওয়ার পর কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত সিএনজি আটক করেন। সেসময় সিএনজিতে আসামিদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।