বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ ৫ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
পল্টন-গুলিস্তান সড়ক বন্ধ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৪:৪৩ PM আপডেট: ১১.১১.২০২৪ ১:৪১ PM
রাজধানীতে প্রতিনিয়ত যানজটের ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এর মধ্যে যদি কোনও রাজনৈতিক সভা-সমাবেশ, আন্দোলন, বিক্ষোভ থাকে তাহলে সেদিন স্থবির হয়ে পড়ে রাজধানীর রাস্তাগুলো। সেই সঙ্গে মানুষের ভোগান্তি মাত্রা ছাড়িয়ে যায়।

রবিবার (১০ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে গুলিস্তান জিরো পয়েন্টে সকাল থেকে গণজমায়েত হয়ে কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফলে গুলিস্তান জিরো পয়েন্টের আশেপাশে ও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মগবাজার থেকে গুলিস্তান অভিমুখী যাত্রী তানভির হাসান বলেন, ‘বাসে উঠেছিলাম। জ্যামের কারণে পল্টন মোড়ের আগেই গাড়ি থেকে নেমে গেলাম। এরপর হাঁটা শুরু করেছি।’

আরেক যাত্রী সাজ্জাদ মিয়া হেঁটে যাচ্ছিলেন গুলিস্তানের দিকে। সড়কে জ্যাম থাকায় তিনি হেঁটেই প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হন। তিনি বলেন, ‘ইত্তেফাক মোড়ে যাবো। গাড়িতে উঠলে সারা দিনে পৌঁছাতে পারবো না। সামনে গিয়ে রিকশা নেবো।’

এদিকে গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত রাস্তার এক পাশ বন্ধ থাকলেও অন্য পাশে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।

গুলিস্তানে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট জানান, গণজমায়েতের জন্য সড়কের একপাশ বন্ধ রাখা হয়েছে। অন্য রাস্তায় গাড়ির চাপ থাকলেও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত